Header Ads

প্রশ্নঃ আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই ধারনা কি ঠিক। দলিল সহ উত্তর দিবেন।



প্রশ্নঃ আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই ধারনা কি ঠিক। দলিল সহ উত্তর দিবেন।

উত্তরঃ কথাটি সম্পুর্ব ইসলাম বিরধী। পবিত্র কোরআনে আল্লাহ বলেনঃ
০১. দয়াময় (আল্লাহ) মহান আশে সমাসীন হয়ে্ছেন।(ত্বহা ০৫)
০২. আল্লাহ অন্য জায়গায় বলেনঃ তোমরা কি নিশ্চিত যে, যিনি আকাশে রয়েছেন তিনি (আল্লাহ) তোমাদেরকেসহ ভূমিতে ধ্বসিইয়ে দেবেন না? (মুলক ১৬)
০৩. অপর এক জায়গায় আল্লাহ তায়ালা বলেনঃ ফেরেস্তারা এবং রুহ আল্লাহ তায়ালার দিকে উর্ধগামী হয়।(সূরা মায়ারিজ ৪)

               এছাড়া আল্লাহ যে আরশে রয়েছেন তা পবিত্র কোরআনে আর ও ১৫ টি আয়াতে উল্লেখ রয়েছে।
                 যাহক এবার হাদিস থেকে দলিল পেশ করছি।
০৪. মুয়াবিয়াহ বিন আলহাকাম আসলামি (রা) থেকে বর্নিত, নবী (সা) এক কৃতদাসীনিকে জিজ্ঞেস করলেন, বলত আল্লাহ কোথায়? সে বলল, আকাশে।
আবার জিজ্ঞেস করলেন, আমি কে ? সে বলল, আপনি আল্লাহর রাসূল।
রাসুল (সা) বললেন, তাকে মুক্ত করে দাও কেননা সে ইমান্দার। (সহি মুসলিম ৫৩৭, বায়হাকি, দারেমি)
উপরের আয়াত ও হাদিস থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ সর্বসথানে বিরাজমান নন। তিনি আকাশে তার আরশে সমাশিন রয়েছে।

মহান আল্লাহ আরশের উপরে সমাসীন। এ ব্যাপারে পবিত্র কোরআনে একদম সুস্পষ্ট সাত সাতটি আয়াত রয়েছে। এছাড়াও অনেক আয়াত রয়েছে।
১. সূরা আল-আরাফ ৭:৫৪
২. সূরা ইউনুস ১০:৩
৩. সূরা আর-রাদ ১৩:২
৪. সূরা ত্ব-হা ২০:৫
৫. সূরা আল-ফুরকান ২৫:৫৯
৬. সূরা আস-সাজদাহ ৩২:৪
৭. সূরা আল-হাদীদ ৫৭:৪
অতএব হে মুসলিম ভাই আল্লাহ সম্পর্কে ভূল ধারনা দূর করুন। তাছাড়া ইবাদত করে কোন লাভ হবে না জাহান্নামি হওয়া ছাড়া।
অতএব এ ধারনা রখা সকল মুসলামের জন্য ফরজ ।
আল্লাহ আমাদের সবাইকে বঝা ও মানার তাওফিক দান করুন।
.............................আমিন................................।
                                                           (সমাপ্ত)
                                      https://waytoallahpath.blogspot.com/

আমাদের  ওয়েব সাইটের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.