௹ আদর্শ নারীর বৈশিষ্ট্য ௹
௹ আদর্শ নারীর বৈশিষ্ট্য ௹
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালাম আয়ালা রসূলুল্লহা ওয়ালাআলি ওয়াসাহাবিহি আজমাইন আম্মাবাদ।
শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তা'আলার যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কোন এক মায়ের সন্তান হিসেবে। আলহামদুলিল্লাহ!
______________________
প্রত্যেক জিনিসেরই ভালো ও মন্দ গুন রয়েছে। এই গুনগুলিকেই সেই বস্তুর বৈশিষ্ট্য বলা হয়। বিশ্ব প্রতিপালক আল্লাহ ও তার রসূল (সঃ)-এর পক্ষ থেকে নারীর জন্য কিছু নির্দিষ্ট্য উত্তম আদর্শ রয়েছে।যে গুলি একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য গুলি যে নারীর মধ্যে থাকবে তাকেই ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী বলে বিবেচিত হবে। তবে চলুন আজ জেনে নেই এমন কি গুনের মাধ্যমে একটি নারী আদর্শ নারীতে পরিনত হতে পারে।
''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
- রসূল (সঃ) বলেন, 'সম্পূর্ণ দুনিয়া হচছে সম্পদ। আর দুনিয়ার শ্রেষ্ট সম্পদ হচছে সতী-সধ্বী নারী।
অত্র হাদীসে রসূল (সঃ) একমাত্র আদর্শ নারীকেই দুনিয়ার শ্রেষ্ট্য সম্পদ বলেছেন। তার (সঃ)-এর এই কথার মাধ্যমে নারির সন্মান বহুগুন বৃদ্ধি করেছেন এবং জাতির কাছে তাদেরকে মূ্ল্যবান ও গ্রহনযোগ্য বলে বিবেচিত ্করেছেন।
- আল্লাহ তা'আলা বলেনঃ
(সূরা নিসাঃ ৩৪)
- আল্লাহ তা'আলা আরো বলেনঃ
(সূরা তাহরীমঃ ৫)
অত্র আয়াতে মহান আল্লাহ ত'আল একজন আদর্শ নারীর ৬টি গুন উল্লেখ করেছেন
- মুসলিমঃ এমন স্ত্রী লোক যারা একনিষ্ঠভাবে আল্লাহর আদেশ-নিষেধ পালন করতে সর্বদা প্রস্তুত থাকবে।
- মুমিনঃ যে অ্রকৃতিম নিষ্ঠা সহকারে ঈমান এনেছে। যাবতীয় বাধা-বিপত্তি উপেক্ষা করে আল্লাহ ও তার রসূল (সঃ) এবং দ্বীনের প্রতি পূর্ণ ঈমান আনায়ন করেছে।
- আনুগত্যশীলঃ একজন আদর্শ নারী অবশ্যই আল্লাহ, রসূল (সঃ) ও তার স্বামীর আনুগত্য করবে।
- তওবাকারীঃ এমন স্ত্রী যে সবসময় মহান আল্লাহ তা'আলার নীকট ফিরে যেতে প্রস্তুত থাকে অর্থাৎ তওবা করে।
- ইবাদতকারীঃ একজন নারীকে আদর্শ নারী হিসেবে গঢ়ে উঠতে অবশ্যই ইবাদতকারী হতে হবে।\
- ছিয়াম পালনকারীঃ ফরয বা নফল ছিয়াম পালন করা অতীতের নাবী (আঃ) ও সৎ লোকদের কাজ। ছিয়াম পালনের মাধ্যমে নারী তার গুনের পূ্ণতা দেয়।
(সমাপ্ত)
একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য সম্পর্কে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
পরবর্তী আর্টিকেল দেখতে আমাদের সাথেই থাকুন।
No comments