Header Ads

যে ব্যাক্তি ইলমে গায়েব দাবি করে তার হুকুম কি?





প্রশ্ন: যে ব্যাক্তি ইলমে গায়েব দাবি করে তার হুকুম কি?দলিল সহ উত্তর দিবেন।

উত্তর: যে ব্যাক্তি ইলমে গায়েব দাবি করে সে কাফের।
কেননা সে আল্লাহ কে মিথ্যাবাদী সাব্যস্থ করল।
আল্লাহ সুবহানাহুয়াতায়ালা পবিত্র কোরআনে বলেন:
হে নবি আপনি বলে দিন! আকাশ ও জমিনে আল্লাহ ব্যাতিত অন্য কেউ গায়েবের সংবাদ জানে না এবং তারা জানে না যে, কখন পুনরুত্থিত হবে। (সূরা নামল: ৬৫)
যেহেতু আল্লাহ এখানে নবিকে ঘোশনা করার আদেশ করে বলেছেন যে, হে নবি আপনি বলুন। অর্থাৎ আল্লাহ তার (সা) এর মুখ দিয়েই বলিয়ে নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে যে, হয়তবা নবি গায়েবের খবর রাখেন।
আল্লাহ তায়ালা অন্যত্র বলেন:
তিনি অদৃশ্য সম্পর্কে সম্যকভাবে পরিজ্ঞাত। তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না- তার মননীত রাসূল ব্যাতিত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। (সূরা জ্বিন: ২৬-২৭)।
অতএব তার মনোনিত রাসূলগন তাই জানেন জা তিনি নিজেই তাদের কে জানিয়ে দেন। এর বেশি একজন নবি বা রাসূলের পক্ষেও জানা সম্ভব নয়।



এ বিষয়ে আল্লাহ তার নবিকে ঘোষনা দিতে বলেন:
"আপনি বলুন: আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। তাছাড়া আমি অদৃশ্য জগতের বিষয়ে অবগত নই।(point to be noted)। আমি এমন ও বলি না যে আমি ফেরেস্তা। আমি তো শুধু ওই ওহির অনুসরণ করি, যা আমার নিকট প্রেরণ করা হয়। (সূরা আনআ'ম: ৫০)
অতএব, যদি কোন ব্যক্তি বলে যে নবি গায়েবের খবর জানে সে কাফের অথবা বলে যে আমি (পির, ফকির, কুতুব, গাউস) গায়েবের খবর জানি সেও কাফের।
ফাতাওয়া আরকানুল ইসলাম ৭৫ নং পৃষ্ঠা
আল্লাহ আমাদের সবাই কে কাফেরের ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে সুস্পষ্ট দলিল দ্বারা মুমিন হয়ে বেচে থাকার তাওফিক দান করুন।
.......... আমিন............
........শেয়ার করে সবাইকে জানিয়ে দিন..........
আরও বিশুদ্ধ ইসলামিক জ্ঞান আহরন করতে এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.