Header Ads

পশ্চিম দিকে পা দেওয়ার বিধান কি? বিজ্ঞ ৫ আলেমের বক্তব্য


পশ্চিম দিকে পা দেওয়ার বিধান কি?

আমাদের সমাজে এখনো এমন কিছু কথাত্তি নেই। কিন্তু আমাদের সমাজের মানুষ তা পালন করে এবং কেউ যদি খেয়ানত করে তাকে অপরাধী মনে করে। তার মধ্যে অন্যতম একটি হল আমাদের সমাজের মানুষ মনে করে যে পশ্চিম দিকে পা দিলে আল্লাহর ঘর অর্থাৎ পবিত্র কাবা বা বাইতুল্লাহ (আল্লাহর ঘর) কে অপমান করা হয়। 
কিন্তু বন্ধুরা সত্যিই কি তাই? 
আমরা জানি যে ইসলামের কোন আমল করতে হলে তার দলিল লাগে। কিন্তু সব হাদিস গ্রন্থ, ফেকার গ্রন্থ, বা আল্লাহ তা'আলা কি পবিত্র কোরআন মাজীদে এ কথা বলে দিয়েছেন যে পশ্চিম (মুলত কেবলা) দিকে পা দেওয়া যাবে না । 
দুঃখ জনক হলেও (যারা মনে করে এটা হারাম) সত্য যে এ বিষয়ে কোরআন বা হাদিসে কোন বর্ণনা পাওয়া যায় না।

অথচ আল্লাহর রসূল (স) আমাদের সব শিক্ষা দিয়েছেন। যদি এটা (কেবলার দিকে পা দেওয়া) হারাম হত তবে কেন তিনি (স) আমাদের বলে দিলেন না। তাহলে কি তিনি কিছু লুকিয়েছেন নাউযুবিল্লাহ। 
তিনি আমাদের শিখিয়েছেন যে কেবলার দিকে থুথু ফেলা যাবে না, কেবলার দিকে  পিঠ অথবা মুখ করে পেশাব-পায়খানা করা যাবে না এসব । কিন্তু তিনি কখন এমন কথা বলেন নি যে কেবলার দিকে পা দেওয়া যাবে না।
এটা আমাদের নিজেদের বা (বিদাতি) হুজুরদের বানানো সুন্নাত। 

চলুন আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ ৫ আলেমের মুখ থেকে শুনি .....................।




1 comment:

  1. জিরা ভেজানো জলের উপকারিতা,জিরার পানিতে মিলবে ১০ উপকার!

    https://jantehobeje.blogspot.com/2019/12/blog-post_5.html

    গরম পানির উপকারিতা ও অপকারিতা, গুনাগুন , শীতে গরম পানি খাওয়ার উপকারিতা

    https://jantehobeje.blogspot.com/2019/12/blog-post_4.html

    আদা খেলে উপকার কি , ক্ষতিকর দিক , বেশি খেলে কি হয় ও খাওয়ার নিয়ম

    https://jantehobeje.blogspot.com/2019/12/blog-post.html
    গ্যাস্ট্রিকের ব্যথা দূর করার উপায়,লক্ষণ,করণীয়,কমানোর উপায়

    http://jantehobeje.blogspot.com/2019/12/blog-post_12.html
    স্মার্ট হওয়ার উপায়,সহজ উপায়,পদ্ধতি,কিছু টিপস,অভ্যাস জেনে নিন
    https://jantehobeje.blogspot.com/2019/12/blog-post_58.html

    Akib
    https://www.facebook.com/akibvaix

    ReplyDelete

Powered by Blogger.