Header Ads

ইসলামে মহিলাদের মাথার চুল কাটার বিধান




🙉 ইসলামে নারীর মাথার চুল কাটার বিধান 🙉

😒 প্রশ্ন: ইসলামে নারীর মাথার চুল কাটার বিধান সম্পর্কে জানতে চাই

🙋বউত্তর: নিম্নোক্ত অবস্থায় মহিলাদের মাথার চুল কাটা সর্বসম্মতিক্রমে হারাম। যথা:
  1.   যদি এমন স্টাইলে চুল কাটা হয় যা অবিকল পুরুষদের মত বুঝা যায়।
  2.   যদি কাফের-ফাসেক নারীদের সাদৃশ্য অবলম্বন করা উদ্দেশ্য হয়।
  3.  যদি পর পুরুষের মাধ্যমে চুল কাটা হয় (যেমনটি বর্তমান যুগে কিছু কিছু সেলুনে ঘটে থাকে।)
           যদি স্বামীর অনুমতি ছাড়া তাহলে তা হারাম। হারাম হওয়ার কারণও স্পষ্ট। যা পরবর্তিতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
কিন্তু যদি কোন স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য তার চুল কাটে এবং এতে তার স্বামী তাকে আরও বেশি ভালবাসে তাহলে তার জন্য চুল কাটা জায়েজ হনে ইনশাআল্লাহ। 
  • এ মর্মে হাদীস বর্ণিত হয়েছে যে,

“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণ এমনভাবে তাদের মাথার চুল কাটতেন যে, তা কাঁধ থেকে একটু নিচে যেত বা কান বরাবর হত।” (সহীহ মুসলিম, হা/৩২০)
  • ইমাম নাওয়াবী (রহ.)  উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন,

“এতে প্রমাণিত হয় যে, নারীদের চুল কেটে হালকা করা জায়েয।” (শরহে মুসলিম ৫/৪)
  • বিশ্ববরেন্য ইসলামি বিশেষজ্ঞ শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল-উথাইমিন (র) বলেন,

এই মূহুর্তে আমার এমন কোন দলীল জানা নাই যা দ্বারা নারীদের চুল কাটা হারাম প্রমাণিত হয়। হারাম বলার মত দূর্বল; এর কোন যৌক্তিকতা নেই। মাকরূহ বলার মতটিও প্রশ্নবিদ্ধ। আর বৈধ হওয়ার মতটিই দলীল ও মূলনীতির কাছাকাছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তিকালের পর তার এর স্ত্রীদের চুল কাটার হাদীস সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে। (শাইখের বক্তব্যের সার সংক্ষেপ)
আল্লাহ সবচেয়ে ভালো জানেন।'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।
                                                         (সমাপ্ত)
                                https://waytoallahpath.blogspot.com/
আমাদের অন্যান্য বিশুদ্ধ ইসলামিক ভিডিও পেতে এখানে ক্লিক করুন

2 comments:

  1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
    “যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।”
    [আবূ দাউদ, ৪০৩১]

    অমুসলিম নারীরা চুল ছোট রাখে। তাই তাদের অনুসরণ করা নিষিদ্ধ।
    **২য় হাদিসঃ

    রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওইসব নারীদের লা’নত করেন, যারা পুরুষের সাদৃশ্য গ্রহন করে এবং ওইসব পুরুষদের লা’নত করেন যারা নারীদের সাদৃশ্য গ্রহন করে।
    [বুখারী, ৭/২০৫]

    ReplyDelete
  2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
    “যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।”
    [আবূ দাউদ, ৪০৩১]

    অমুসলিম নারীরা চুল ছোট রাখে। তাই তাদের অনুসরণ করা নিষিদ্ধ।
    **২য় হাদিসঃ

    রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওইসব নারীদের লা’নত করেন, যারা পুরুষের সাদৃশ্য গ্রহন করে এবং ওইসব পুরুষদের লা’নত করেন যারা নারীদের সাদৃশ্য গ্রহন করে।
    [বুখারী, ৭/২০৫]

    ReplyDelete

Powered by Blogger.