গল্পের মাধ্যমে জ্ঞান - বুদ্ধিমান বালক
বুদ্ধিমান বালক
খলীফা মামূনুর রশীদ তার একটি ছোট্ট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, বতস এটা কি? ছেলে উত্তরে বলল, এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিস্ক তীক্ষ্ম হয়, অলসতা দূরীভুত হয় ও সচেতনতা ফিরে আসে এবং একাকী থাকার সময় সঙ্গী হয়। খলীফা আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল-হামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন ছেলেল দিয়েছেন যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশি দেখে।
আছমা'ঈ বলেন, আমি আরবের একজন কিশোরকে বললাম, হে বতস! তুমি কি এটা পছন্দ কর যে, তোমাকে এক লক্ষ টাকা দিব এবং তুমি আহম্মক (বোকা) হবে। সে উত্তরে বলল, না। আমি বললাম কেন? সে বলল, হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আহাম্মক দোষটি আমার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে।
শিক্ষাঃ অনেক সময় ছোট্ট বাচ্চাদের মুখ থেকে এমন জ্ঞানগর্ভ কথা বের হয়, যা আমাদেরকে শিক্ষা দেয় যে, শুধু বড় হলেই জ্ঞানী হওয়া যায় না।
masallah ........Amar Saite Ghore Ashar Dawet Roylo ........
ReplyDeleteHttps://knowledge560.blogspot.com