স্বালাত ত্যগকারীর ইহলৌকিক ও পরলৌকিক বিধান
স্বালাত ত্যগকারীর ইহলৌকিক ও পরলৌকিক বিধান
স্বালাত ত্যাগকারী অথবা ধর্মত্যাগীর প্রতি কিছু ইহলৌকিক ও পরলৌকিক বিধান প্রযোজ্য হয়।প্রশ্ন আসতে পারে আমরা কেন স্বালাত ত্যাগকারীকে ধর্মত্যাগকারীর সাথে এক রকম পাপ মনে করছি।এ বিষয়ে ওলামায়ে মদিনা, যেমন শাইখ মুহাম্মাদ বিন সলিহ আল-উসাইমীন (র), শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায (র) সহ প্রায় সব ইসলামি স্কলাররা এই বষয়ে একমত যে, যদি কোন ব্যক্তি স্বালাত আদায় না করে তবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে । আর এই আইন সৌদি বাদশা তার দেশের আইন হিসেবে ব্যাবহার করে। অতএব, যদি কেউ ধর্মত্যাগি হয় এবং কেউ স্বালাত আদায় না করে তবে উক্ত দু শ্রেণীর ব্যাক্তির জন্যই সমান বিধান দিয়েছে ইসলাম। তাই আমরা এখন জানব স্বালাত পরিত্যাগ কারী অথবা ধর্মত্যাগ কারীর ইহলৌকিক এবং পরলৌকিক বিধান সম্পর্কে ইসলাম কি বলেছে।
প্রথমতঃ ইহলৌকিক বিধানসমুহ
- তার মালিকানা ক্ষুণ্ন হয়ঃ যে সমস্ত ব্যাপারে ইসলাম মালিক/অভিভাবক বা অভিভাবকত্ব থাকার শর্ত করেছে সে সমস্ত ব্যাপারে তাকে মালিক বানানো যাবে না। অতএব নিজের সন্তান বা অন্য কারো সে অভিভাবকত্ব করতে পারবে না। অনুরুপ ভাবে স্বীয় কন্যা বা অন্য কন্যার ওয়ালী হয়ে বিয়ে দিয়ে পারবে না।
ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, সঠিক বুদ্ধি সম্পন্ন ওয়ালী ব্যাতীত বিবাহ হবে না। আর সবচেয়ে বড় সঠিকতা হলো ইসলাম ধর্ম মানা এবং সবচেয়ে জঘন্য নির্বুদ্ধিতা ও বোকামী হলো কাফির ও ধর্মত্যাগী হওয়া।
আল্লাহ ত'আলা বলেছেনঃ
ইব্রাহীম নাবীর ধর্ম থেকে ঐ ব্যাক্তিই বিমুখ হবে যে নিতান্ত বোকা।
(সূরা আল-বাক্বারাহ ১৩০)
2. আত্নীয়-স্বজনের ওয়ারিশ (উত্তরাধিকারী) হওয়ার অধিকার খর্ব হবেঃ
কেননা, একজন কাফির একজন মুসলিমের উত্তরাধিকারী হতে পারবে না এবং একজন মুসলিমও একজন কাফিরের উত্তরাধিকারী হতে পারবে না। কারন উসমাহ বিন যায়েদের বর্ণিত হাদীসে এসেছেঃ
নাবী (স) এরশাদ করেছেন যে, একজন কাফির একজন মুসলিমের উত্তরাধিকারী হতে পারে না এবং একজন মুসলিমও একজন কাফিরের উত্তরাধিকারী হতে পারে না।
(হাদীসটি বুখারী, মুসলিম সহ আরও অন্যান্য হাদিসগ্রন্থে এসেছে)
3. তার জন্য মক্কা এবং তার হারাম কৃত সীমারেখায় প্রবেশ করা হারামঃ যেহেতু আল্লাহ তা'আলা বলেছেনঃ
হে মু'মিনগণ! মুশরিকরা অপবিত্র, সুতরাং তারা যেন এ বছর পর মাসজিদুল হারামের নিকটবর্তী না হয়।
(সূরা আত-তাওবাহ ২৮)
4. তার জবেহকৃত পশুর গোশত ভক্ষণ হারামঃ কেননা, জবাই করার জন্য শর্ত হলো জবেহকারীকে মুসলিম কিংবা ইয়াহুদ কিংবা নাসারা হতে হবে। ্পক্ষান্তরে ধর্মত্যাগী, প্রতিমা পূজারী ও এদের সাদৃশ কারো জবেহকৃত পশু হালাল নয়।
খাযিন তার তাফসীর গ্রন্থে বলেছেঃ বিদ্বানগণ ঐকমত্য পোষণ করেছেন যে, অগ্নি পূজারী, শির্কপন্থী আরবের মুশরিক, প্রতিমা পূজারী ও কিতাবহীনদের জবেহকৃত পশু হারাম।
ইমাম আহমাদ বিন হাম্বল (রঃ) বলেছেন যে, কোন বিদআতী ছাড়া কেউ উক্ত মতের বিরুদ্ধে উক্তি করেছেন বলে আমি জানি না।
5. মৃত্যুর পর তার উপর জানাযা পড়া এবং তার জন্য ক্ষমা ও রহমতের দু'আ করা হারামঃ কেননা, আল্লাহ তা'আলা বলেছেনঃ
খবরদার! তাদের কেউ মারা গেলে তার উপর স্বালাত পড়বে না এবং তার কবরে নিকট দাড়াবেও না। নিশ্চয় তারা আল্লাহ ও তার রাসূল (স) এর সাথে কুফরী করেছে এবং ফাসিক অবস্থায় মৃত্যবরণ করেছেন।
(সূরা আত-তাওবাহঃ ৮৪)
6. তার জন্য মুসলিমাহ মহিলা বিবাহ করা হারামঃ কেননা, সেতো কাফির এবং কাফিরের জন্য কাফির এবং মুসলিমের জন্য মুসলিম নারী বিবাহ করা হালাল, তা বৈ নয়। এটাই দলিল প্রমান ও ইজমা দ্বারা সাব্যস্ত।
আল্লাহ তা'আল বলেছেনঃ হে মু'মিনগন! যখন তোমাদের নিকট মু'মিনা মহিলা হিজরত করে আসে তখন তাদেরকে পরীক্ষা কর, আল্লাহ অধিক জ্ঞাত তাদের ঈমান সম্পর্কে। যাদি জানতে পার যে, তারা মু'মিন তাহলে খবরদার তাদেরকে আর কাফিরদের নিকট ফিরিয়ে দিওনা। কেননা, তারা তাদের জন্য হালাল নয় এবং ওরাও এদের জন্য হালাহ নয়। (সূরা মুমতাহিনা ১০)
প্রিয় পাঠক, আপনি দেখতেই পেলেন যে, আল্লাহ তা'আল ধর্মত্যাগীদের বিবাহ করা অবৈধ ঘোষণা দিলেন এবং ধর্মত্যাগির জন্যও মুসলিম নারী বিবাহ করা হারাম করেছেন।অতএব, আজ থেকেই এই নিয়ত করুন যে জীবন থাকা অবস্থায় কোন দিন স্বালাত পরিত্যাগ করব না। এবং আসুন আমরা সবাই আল্লাহর নীকট তওবাহ করে ফিরে যাই।
আল্লাহ তা'আল বলেছেনঃ যে ব্যাক্তি তাওবাহ করবে এবং ঈমান আনবে ও সৎ কাজ করবে তার পাপরাশিকে আল্লাহ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিবেন। নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমাশীল ও দয়ালু। আর যে তাওবাহ করে ও সৎ কাজ করে, প্রকৃত পক্ষে সেই আল্লাহর প্রত্যাবর্তন করে।
(সুরা ফুরক্বানঃ ৭০-৭১)
ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সমস্ত হুকুম আহক্বাম পালন করার মাধ্যমে তোমার জান্নাতে প্রবেশের তওফিক দান কর। ........................................আমিন......................................................☖
(সমাপ্ত)
https://waytoallahpath.blogspot.com/
ইনশাআল্লাহ পরবর্তী সময়ে পোস্ট করব।
ReplyDelete